অশান্তি বাংলাদেশে, তবে স্বাভাবিক মালদার মহদীপুর সীমান্ত
মালদা, ২০ ডিসেম্বর (হি.স.): নতুন করে অশান্তির আগুনে জ্বলছে বাংলাদেশে। তবে স্বাভাবিক রয়েছে মালদার ভারত-বাংলাদেশ সীমান্ত বন্দর মহদীপুর। রফতানি-আমদানি ব্যবসা স্বাভাবিক গতিতে চলেছে। তবে, ওপার বাংলা থেকে বাসিন্দারা এ পারে আসছে কম। তবে ভারত থেকে বাংলাদেশ
অশান্তি বাংলাদেশে, তবে স্বাভাবিক মালদার মহদীপুর সীমান্ত


মালদা, ২০ ডিসেম্বর (হি.স.): নতুন করে অশান্তির আগুনে জ্বলছে বাংলাদেশে। তবে স্বাভাবিক রয়েছে মালদার ভারত-বাংলাদেশ সীমান্ত বন্দর মহদীপুর। রফতানি-আমদানি ব্যবসা স্বাভাবিক গতিতে চলেছে। তবে, ওপার বাংলা থেকে বাসিন্দারা এ পারে আসছে কম। তবে ভারত থেকে বাংলাদেশে ফিরে যাচ্ছে অনেক বাংলাদেশি নাগরিকেরা। তাঁরা জানাচ্ছেন, ঢাকায় গন্ডগোল হচ্ছে। রাজশাহী এবং শিবগঞ্জ এলাকায় তাদের বাড়ি, সেখানে কোনও গন্ডগোল হচ্ছে না, বাড়ির লোকজনের সঙ্গে কথা হয়েছে তাঁদের।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande