
কলকাতা, ২০ ডিসেম্বর (হি. স.) : ঢাকায় নজরুল ইসলামের সমাধিস্থলের পাশে বাংলাদেশের আন্দোলনকারী নেতা সদ্য প্রয়াত হাদিকে সমাধিস্থ করা এবং সেদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে শনিবার ফের তোপ দাগলেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। এর জেরে প্রবল প্রতিক্রিয়া হয়েছে সামাজিক মাধ্যমে। এদিন বেলা সাড়ে তিনটায় ২৭টি প্রতিক্রিয়া এসেছে। প্রায় সবকটিই তাঁর সমর্থনে।
তসলিমা লিখেছেন, “ওরা তসলিমার ফাঁসির দাবিতে দেশ জুড়ে জিহাদি তাণ্ডব চালিয়ে ছিল, দেখেছি কিন্তু প্রতিবাদ করিনি। ওরা তসলিমার মাথার মূল্য ধার্য করেছিল, শুনেছি কিন্তু প্রতিবাদ করিনি। কারণ তসলিমা তো রাখঢাক করে কিছু লেখে না, ধর্মের নিন্দে করলে এমন তো হবেই!”
প্রতিক্রিয়ায় অজিতা মিত্র লিখেছেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়েতে ওই জায়গাটা এমন করে সাজানো, বুঝতে পারছি না ঠিক কোথায় কবর দেবে। কাজী নজরুল ইসলামের কবরে গিয়ে আমি একা একা বসে থাকতাম। কী যে প্রশান্তি সেখানে! সেই স্থানটাতেও নতুন করে কিছু করতে হবে ইন্টেরিম বুদ্ধিতে!”
হিরক মিঁয়া তালুকদার লিখেছেন, “এই সরকার যা ইচ্ছে তাই করছে। মনোজ সমাদ্দার লিখেছেন, “একদম সঠিক প্রশ্ন করেছেন। একজন কবির পাশে জঙ্গির দেহ, ছিঃ ভাবা যায় না!” শিবশঙ্কর ঘোষ লিখেছেন, “জঙ্গি দেশে এধরণের পদক্ষেপ অস্বাভাবিক নয়।তবুও ভালো, কবর থেকে কাজী নজরুল ইসলামকে তুলে ফেলে সেখানে জঙ্গি হাদিকে কবর দেওয়া হয়নি।” রাজু ঘোষাল লিখেছেন, “নজরুল , নির্ঘাত ওখান থেকে উঠে চলে যাবেন।”
অরিজিৎ দাস লিখেছেন, “যেখানে ইসলামিস্ট রা ক্ষমতা পায় সেখানে সবকিছুই রসাতলে যায়।” সুদীপ ভট্টাচার্য লিখেছেন, (নজরুলের) “বাংলাদেশে যাওয়াটা ভুল কাজ ছিল। তবে তখন বুদ্ধি সব শেষ।” দেবব্রত সাহা লিখেছেন, “এরা খারাপের সব নিদর্শন তৈরী করবে।”
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত