নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পেল বনগাঁ পুরসভা, শাসকদলে যোগ দুই কাউন্সিলর
বনগাঁ, ২০ ডিসেম্বর ( হি. স.) : দীর্ঘ টানাপোড়েন ও রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটিয়ে অবশেষে বনগাঁ পুরসভা পেল নতুন নেতৃত্ব। শনিবার পুরসভার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন দিলীপ মজুমদার এবং ভাইস চেয়ারম্যান হলেন জ্যোৎস্না আঢ্য। পুরসভার এক্সিকিউটিভ অফিসার
চেয়ারম্যান বদল


বনগাঁ, ২০ ডিসেম্বর ( হি. স.) : দীর্ঘ টানাপোড়েন ও রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটিয়ে অবশেষে বনগাঁ পুরসভা পেল নতুন নেতৃত্ব। শনিবার পুরসভার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন দিলীপ মজুমদার এবং ভাইস চেয়ারম্যান হলেন জ্যোৎস্না আঢ্য। পুরসভার এক্সিকিউটিভ অফিসার জানান, মোট কুড়ি জন কাউন্সিলরের উপস্থিতিতে নিয়ম মেনেই এই নির্বাচন সম্পন্ন হয়েছে।নতুন ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আঢ্য জানান, বনগাঁ শহরের নাগরিকদের উন্নত পরিষেবা প্রদান এবং সামগ্রিক শহর উন্নয়নই তাঁদের প্রধান লক্ষ্য। এদিনই রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটে—১৭ নম্বর ও ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঋতুপর্ণা আঢ্য ও চিরঞ্জিত বিশ্বাস আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।উল্লেখ্য, পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গোপাল শেঠের বিরুদ্ধে তৃণমূলের নয় জন কাউন্সিলর অনাস্থা প্রস্তাব আনেন। অনাস্থা ভোটের দিন সকালে গোপাল শেঠ পদত্যাগ করেন। নাগরিক পরিষেবার ঘাটতি, জলযন্ত্রণা এবং শহরবাসীর অসন্তোষের অভিযোগ দীর্ঘদিন ধরেই উঠছিল। তৃণমূলের অভ্যন্তরীণ সমীক্ষা ও লোকসভা নির্বাচনের ফলাফলেও সেই অসন্তোষের প্রতিফলন দেখা যায়।দলীয় নির্দেশ অমান্য করার অভিযোগে গোপাল শেঠকে শোকজ নোটিস পাঠানো হয়েছিল এবং পদত্যাগের সময়সীমাও বেঁধে দেওয়া হয়। তবে তিনি অনড় থাকায় শেষ পর্যন্ত অনাস্থা পাশ হয়। সব মিলিয়ে শনিবার বনগাঁ পুরসভায় নতুন নেতৃত্ব গঠনের মাধ্যমে রাজনৈতিক অধ্যায়ের নতুন সূচনা হল।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande