মধ্যমগ্রামে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের শুভ সূচনা, বরাদ্দ প্রায় ১৮ কোটি ২০ লক্ষ টাকা
মধ্যমগ্রাম, ২০ ডিসেম্বর ( হি. স.) : মধ্যমগ্রাম পৌরসভা এলাকার ২৮টি ওয়ার্ডের ১৮২টি বুথে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের সফল বাস্তবায়নের শুভ সূচনা হল শনিবার। দুপুরে মধ্যমগ্রাম পৌরসভার প্রাঙ্গণে রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী তথা মধ্যমগ্রাম বি
রথীন ঘোষ


মধ্যমগ্রাম, ২০ ডিসেম্বর ( হি. স.) : মধ্যমগ্রাম পৌরসভা এলাকার ২৮টি ওয়ার্ডের ১৮২টি বুথে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের সফল বাস্তবায়নের শুভ সূচনা হল শনিবার। দুপুরে মধ্যমগ্রাম পৌরসভার প্রাঙ্গণে রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী তথা মধ্যমগ্রাম বিধানসভার বিধায়ক রথীন ঘোষ আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের সূচনা করেন। রাজ্য সরকারের পূর্ত দফতরের নির্দেশে এই প্রকল্পে প্রায় ১৮ কোটি ২০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।পৌরসভা সূত্রে জানা গিয়েছে, গত ২০ আগস্ট থেকে শুরু হওয়া এই প্রকল্পে নেতা-কর্মীদের মতামতের পরিবর্তে স্থানীয় বাসিন্দাদের চাহিদাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাড়ায় পাড়ায় সাধারণ মানুষই ঠিক করেছেন কোন এলাকায় কী ধরনের উন্নয়ন হবে। সেই মতামতের ভিত্তিতে পৌরবোর্ড সাড়ে ৫৫২টিরও বেশি প্রকল্পের অনুমোদন দিয়েছে।প্রকল্পের আওতায় রাস্তাঘাট সংস্কার, নিকাশি নালা, জঞ্জাল অপসারণ, ভ্যাট ও পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি কোথাও নতুন নির্মাণের কাজ হবে। এছাড়াও ওয়ার্ডভিত্তিক স্বাস্থ্যকেন্দ্র ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার ও পরিষেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরপ্রধান নিমাই ঘোষ, উপ-পৌরপ্রধান প্রকাশ রাহা, পৌর পরিষদ সদস্য অরবিন্দ মিত্র, প্রহ্লাদ দত্ত, নজরুল ইসলাম ও পৌরসভার আধিকারিকরা। মন্ত্রী রথীন ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মধ্যমগ্রামকে রাজ্যের একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলাই লক্ষ্য।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande