অলিম্পিক স্বর্ণজয়ী বক্সার বুনজুমনংকে থাইল্যান্ডের কারাগারে পাঠানো হয়েছে
ব্যাংকক, ২০ ডিসেম্বর(হি.স.): লটারি জালিয়াতির অভিযোগে আদালতে হাজির হতে ব্যর্থ হয়ে পলাতক থাকা অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী একজন পলাতক বক্সারকে থাইল্যান্ডের পুলিশ খুঁজে বের করে গ্রেফতার করেছে। পুলিশ শুক্রবার জানিয়েছে যে তারা নন্থাবুরি প্রদেশের একটি
অলিম্পিক স্বর্ণজয়ী বক্সার বুনজুমনংকে থাইল্যান্ডের কারাগারে পাঠানো হয়েছে


ব্যাংকক, ২০ ডিসেম্বর(হি.স.): লটারি জালিয়াতির অভিযোগে আদালতে হাজির হতে ব্যর্থ হয়ে পলাতক থাকা অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী একজন পলাতক বক্সারকে থাইল্যান্ডের পুলিশ খুঁজে বের করে গ্রেফতার করেছে।

পুলিশ শুক্রবার জানিয়েছে যে তারা নন্থাবুরি প্রদেশের একটি আস্তানায় থেকে ৪৫ বছর বয়সী মানাস বুনজুমনংকে খুঁজে পেয়েছে এবং গ্রেফতার করেছে। প্রতারণার দুটি অভিযোগে আদালতে হাজির হতে ব্যর্থ হওয়ার জন্য তাকে খুঁজছিল পুলিশ।

২০০৪ সালের এথেন্স অলিম্পিকে স্বর্ণ এবং চার বছর পর বেইজিংয়ে রৌপ্য পদক জয়ী এই লাইট ওয়েলটারওয়েট বক্সার ২০২১ সালে সরকারি লটারির টিকিট কোটায় ২০ লক্ষ বাট (৬৪,০০০ মার্কিন ডলার) প্রতারণা করে ভুক্তভোগীদের হাতিয়ে নিয়েছিলেন।

দুই বছর নয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে। এই বছরের শুরুতে তার সাজা ঘোষণার সময় তিনি আদালতে হাজির হতে ব্যর্থ হন।

শুক্রবার, আদালত তাকে ব্যাংকক রিমান্ড কারাগারে আটক রাখার নির্দেশ দেয়।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande