
শিলচর (অসম), ২০ ডিসেম্বর (হি.স.) : শিলচরের গুরুত্বপূর্ণ শিলচর মেডিক্যাল কলেজ রোডে জল জমে ক্ষতিগ্রস্ত রাস্তার অংশে জরুরি মেরামত কাজ গ্রহণ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আগামী ১৯ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত ১০ দিনের জন্য প্রতিদিন রাত ১০টা থেকে সকাল ৬.০০টা পর্যন্ত সিআর অ্যাভিনিউ পয়েন্ট (জাতীয় সড়ক পয়েন্ট) থেকে প্রথম লিংক রোড পয়েন্ট পর্যন্ত রাস্তার একটি লেন সাময়িকভাবে বন্ধ থাকবে।
শিলচরে অবস্থিত বরাক উপত্যকার তথ্য ও জনসংযোগ বিভাগের আঞ্চলিক কার্যালয় থেকে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর দিয়ে জানানো হয়েছে, নির্মাণ ও মেরামতের কাজ চলাকালীন যানবাহন চলাচল যাতে ব্যাহত না হয়, সে লক্ষ্যে অপর লেন দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিকভাবে চালু থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। রাতে সময় নির্ধারণ করে কাজ গ্রহণের মাধ্যমে দিনের বেলায় সাধারণ যাত্রী ও যানবাহনের অসুবিধা কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
এই সাময়িক অসুবিধার জন্য পথচারী ও যানবাহন চালকদের প্রতি আন্তরিক দুঃখপ্রকাশ করেছে পূর্ত বিভাগ। নির্বাহী বাস্তুকার অনিরুদ্ধ নাগের উদ্ধৃতি দিয়ে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাস্তার স্থায়িত্ব ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এই জরুরি মেরামত কাজ গ্রহণ করা হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করার সর্বাত্মক চেষ্টা করা হবে।
উল্লেখ্য, এই মেরামত কাজটি শিলচরের লোকনির্মাণ বিভাগ (পূর্ত), এবং উধারবন্দ টেরিটরিয়াল রোড ডিভিশনের তত্ত্বাবধানে সম্পন্ন হবে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস