বাংলাদেশের ঘটনায় প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার প্রতিবাদ
কলকাতা, ২০ ডিসেম্বর (হি. স.) : প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতেই ও সংবাদপত্র দফতরে হামলার ঘটনায় সরব ভারতীয় প্রেস ক্লাব। সদ্য নির্বাচনে জয়ী সভাপতি সঙ্গীতা বড়ুয়া পিশারোতি শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তীব্র নিন্দা ও
প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার তরফেও প্রতিবাদ পত্র


কলকাতা, ২০ ডিসেম্বর (হি. স.) : প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতেই ও সংবাদপত্র দফতরে হামলার ঘটনায় সরব ভারতীয় প্রেস ক্লাব। সদ্য নির্বাচনে জয়ী সভাপতি সঙ্গীতা বড়ুয়া পিশারোতি শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছেন। উল্লেখ্য, (প্রেস ক্লাব অফ ইন্ডিয়া) এর তরফেও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার - এর কার্যালয়ে সংঘটিত হিংসাত্মক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানানো হয়েছে। সেইসঙ্গে এডিটর্স কাউন্সিলের সভাপতি ও নিউ এজ-এর সম্পাদক, প্রবীণ সাংবাদিক নুরুল কবির–এর প্রতি যে হেনস্থা চালানো হয়েছে, তারও কঠোর প্রতিবাদ জানানো হয়েছে।

আমরা লক্ষ্য করছি, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর শতাধিক সাংবাদিককে হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। তাঁদের কোনও বিচার ছাড়াই দীর্ঘদিন ধরে কারাবন্দি করে রাখা হয়েছে। আমরা অবিলম্বে ওই সকল সাংবাদিকের নিঃশর্ত মুক্তির দাবি করছি।

স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান ভিত্তি মাধ্যমকে স্তব্ধ করে দেওয়ার উদ্দেশ্যে চালানো যে কোনও ধরনের হিংসা, ভয় দেখানো, আক্রমণ বা হেনস্থা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। এ ধরনের কর্মকাণ্ড মাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের সাংবিধানিক অধিকার এবং আইনের শাসনের পরিপন্থী।

ভারতীয় প্রেস ক্লাবের দাবি, এই সমস্ত ঘটনার সঙ্গে জড়িত দোষীদের দ্রুত চিহ্নিত করতে হবে এবং ন্যায্য, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে বিচারের আওতায় আনতে হবে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande