
আগরতলা, ২০ ডিসেম্বর (হি.স.) : বাংলাদেশের ময়মনসিংহে এক হিন্দু যুবককে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে ত্রিপুরায়। শনিবার ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সনাতনী হিন্দু সেনার পক্ষ থেকে আগরতলাস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখানো হয়।
জানা গেছে, ময়মনসিংহে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে খুন করে মৃতদেহ গাছে ঝুলিয়ে পরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের যুব নেতা ওসমান হাদীর মৃত্যুর পর থেকে এলাকাজুড়ে অশান্তি শুরু হয়। এই ঘটনার প্রতিবাদে ভারতের একাধিক রাজ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারই অংশ হিসেবে আগরতলায় সনাতনী হিন্দু সেনার বিক্ষোভ মিছিল বাংলাদেশের সহকারী হাইকমিশনের কার্যালয়ের সামনে পুলিশ আটকে দেয়। সেখানে স্লোগান তুলে প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করেন সংগঠনের সদস্যরা।
বিক্ষোভকারীদের এক নেতৃত্ব জানান, “বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ, অত্যাচার ও নারীদের নির্যাতন ক্রমশ বেড়ে চলেছে। এই ধরনের নারকীয় ঘটনা বরদাস্ত করা যায় না। অবিলম্বে এই হামলা বন্ধ না হলে আরও বৃহত্তর আন্দোলনে নামবে সনাতনী হিন্দু সেনা।”
এদিকে বাংলাদেশের সাম্প্রতিক অশান্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জ। এক বিবৃতিতে জানানো হয়েছে, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদীর হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। পাশাপাশি বাংলাদেশকে সংযত থাকার পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস। শুক্রবার রাতে এই বিবৃতি প্রকাশ করা হয়।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ