মোহন ভাগবতের রবিবারের সভা নিয়ে টানাপড়েন, আদালতে মিলল অনুুমতি
কলকাতা, ২০ ডিসেম্বর (হি. স. ) : আরএসএস প্রধান মোহন ভাগবতের সভা নিয়ে শনিবার সন্ধ্যা পর্যন্ত অনিশ্চয়তা। রাতে হাইকোর্টে যেতেই অনুষ্ঠানের অনুমতি পেল আরএসএস! আদালত ঘুরে আনতে হল আগামীকাল সায়েন্স সিটি অডিটোরিয়ামে আরএসএসের শতবর্ষ পূর্তি উপলক্ষে অনুষ্ঠানের
মোহন ভাগবতের রবিবারের সভা নিয়ে টানাপড়েন, আদালতে মিলল অনুুমতি


কলকাতা, ২০ ডিসেম্বর (হি. স. ) : আরএসএস প্রধান মোহন ভাগবতের সভা নিয়ে শনিবার সন্ধ্যা পর্যন্ত অনিশ্চয়তা। রাতে হাইকোর্টে যেতেই অনুষ্ঠানের অনুমতি পেল আরএসএস! আদালত ঘুরে আনতে হল আগামীকাল সায়েন্স সিটি অডিটোরিয়ামে আরএসএসের শতবর্ষ পূর্তি উপলক্ষে অনুষ্ঠানের অনুমতি পত্র।

উদ্যোক্তাদের অভিযোগ, সময় মতো সব নিয়ম মেনে অনুষ্ঠানের জন্য কলকাতা পুলিশের কাছে আবেদন করা হলেও, অনুমতি দিচ্ছিল না তাঁরা। এবিষয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতেই, কাটল জট।

সূত্রের খবর, রবিবার সায়েন্স সিটির এই সভা নিয়ে পুলিশের তরফে অনুমতি পেতে শনিবার সন্ধ্যায় জরুরি ভিত্তিতে শুনানি হয় আদালতে।

রবিবার কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে সংঘ প্রধান মোহন ভাগবতের সভা। তবে ওই সভায় পুলিশি অনুমতি পেতে নাকি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ সয় আরএসএস। যেহেতু সভার আগে আর ২৪ ঘণ্টাও বাকি নেই তাই জরুরি ভিত্তিতে মামলার শুনানির আর্জি জানানো হয়। সে কারণে শনিবার সন্ধ্যায় আদালতে শুনানি চলে মামলার।

চারদিনের সফরে আপাতত বাংলায় আরএসএস প্রধান মোহন ভাগবত। গত ১৮ ডিসেম্বর শিলিগুড়িতে পা রাখেন। সেখানেই জরুরি বৈঠকে অংশ নেন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande