এসআইআর শুনানির প্রতিবাদে উত্তর হাওড়ায় তৃণমূল কংগ্রেসের বিশাল মিছিল
হাওড়া, ২০ ডিসেম্বর ( হি. স.) : এসআইআর শুনানির প্রতিবাদে শনিবার বিকেলে উত্তর হাওড়ায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিশাল মিছিলের আয়োজন করা হয়। বিকেল সাড়ে চারটে নাগাদ ঘাসবাগান মাঠ থেকে মিছিল শুরু হয়। উত্তর হাওড়া তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও হাওড়া
বিশাল মিছিল


হাওড়া, ২০ ডিসেম্বর ( হি. স.) : এসআইআর শুনানির প্রতিবাদে শনিবার বিকেলে উত্তর হাওড়ায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিশাল মিছিলের আয়োজন করা হয়। বিকেল সাড়ে চারটে নাগাদ ঘাসবাগান মাঠ থেকে মিছিল শুরু হয়। উত্তর হাওড়া তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও হাওড়া সদরের সভাপতি গৌতম চৌধুরীর নেতৃত্বে প্রায় পাঁচ হাজার কর্মী-সমর্থক এই মিছিলে পা মেলান।মিছিলটি ঘাসবাগান মাঠ থেকে ডবসন রোড, পিলখানা, সালকিয়া চৌরাস্তা ও বাধাঘাট হয়ে শেষ হয়। মিছিল চলাকালীন বিভিন্ন জায়গায় স্লোগান ও প্রতিবাদে মুখরিত হয়ে ওঠে এলাকা।এদিন গৌতম চৌধুরী অভিযোগ করেন, নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়া ভোটার তালিকায় উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রের প্রায় ৬১ হাজার ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ অবৈজ্ঞানিক ও অযৌক্তিক। তাঁর দাবি, ওই কেন্দ্রের প্রায় ৩০ হাজার ভোটারকে শুনানির জন্য হাওড়ার শরৎ সদনে ডাকা হয়েছে। এর ফলে দূরবর্তী এলাকা থেকে আসা মহিলা ভোটারদের চরম সমস্যায় পড়তে হবে।তিনি আরও অভিযোগ করেন, নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলিহেলনে কাজ করছে। প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনে উত্তর হাওড়া কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে গৌতম চৌধুরী পাঁচ হাজারের কিছু বেশি ভোটে জয়ী হয়েছিলেন। ভোটার তালিকা সংশোধন নিয়ে চাপের প্রশ্নে তিনি বলেন, সময়ই এর জবাব দেবে এবং উন্নয়নের নিরিখে তৃণমূলই এগিয়ে রয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande