এসআইআর বয়কট ও সোম-মঙ্গল ফের সিইও অফিস অভিযানের ডাকবিএলও-দের
কলকাতা, ২০ ডিসেম্বর (হি স)।এসআইআর-এর কাজ বয়কট করার হুঁশিয়ারি দিলেন বুথ লেভেল অফিসার বা বিএলও-রা৷ পাশাপাশি আগামী ২২ ও ২৩ ডিসেম্বর আবারও সিইও অফিস অভিযানের ডাক দিয়েছেন তাঁরা। স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর-এর প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে। প্রক
এসআইআর বয়কট ও সোম-মঙ্গল ফের সিইও অফিস অভিযানের ডাকবিএলও-দের


কলকাতা, ২০ ডিসেম্বর (হি স)।এসআইআর-এর কাজ বয়কট করার হুঁশিয়ারি দিলেন বুথ লেভেল অফিসার বা বিএলও-রা৷ পাশাপাশি আগামী ২২ ও ২৩ ডিসেম্বর আবারও সিইও অফিস অভিযানের ডাক দিয়েছেন তাঁরা।

স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর-এর প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে। প্রকাশিত হয়েছে খসড়া তালিকা। এর পর আবারও অ্যাপে যুক্ত করা হল এক নতুন 'অপশন'। যার বিরোধিতায় সরব হয়েছে বিএলও অধিকার রক্ষা মঞ্চ৷ এর প্রতিবাদে তারা আজ থেকেই শুরু করলেন প্রকাশ্য প্রতিবাদ।

এসআইআর-এর প্রথম পর্যায়ের কাজ চলাকালীন নির্বাচন কমিশনের একের পর এক নতুন নতুন নির্দেশিকা নিয়ে সরব হয়েছিলেন বিএলও-রা৷ এবার খসড়া তালিকা প্রকাশ হয়ে যাওয়ার পরও ফের বিএলও অ্যাপে যুক্ত করা হল নতুন একটি অপশন, সেটি হল 'রি-ভেরিফাই লজিকাল ডিসক্রিপেন্সিস'। শনিবার সকাল থেকেই বিএলও অ্যাপে এই নতুন অপশন দেখা যাচ্ছে।

যে ৩২ লক্ষের কাছাকাছি ভোটারকে 'আনম্যাপড' হিসেবে চিহ্নিত করা হয়েছে, তার মধ্যে অনেকেরই লজিক্যাল ডিসক্রিপেন্সি (যুক্তিগত অসঙ্গতি) রয়েছে। অর্থাৎ নামের বানান ভুল বা বাবার সঙ্গে বয়সের পার্থক্য ১৫ বছর বা তার কম।

এঁদের তথ্য পুনরায় পরীক্ষা করার জন্যই বিএলও অ্যাপে এই নতুন সুযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন। এইসব নামগুলিকে আবারও যাচাই করে এই ধরনের ভোটারদের চিহ্নিত করতে হবে বিএলও-দের। বিএলও-রা নিশ্চিত করবেন যে, এই ভোটাররা ২০০২ সালে ভোটার ছিলেন, তবে সামান্য ভুলের জন্য ২০২৫ সালে তাঁদের নাম নথিভুক্ত করানো যায়নি।

এর পাশাপাশি যাঁদের নাম চিহ্নিত করা হবে, তাঁদের জন্য বিএলও-দের একটা মুচলেকাও দিতে হবে। সেক্ষেত্রে এই ভোটারদের আর শুনানীতে ডাকা হবে না।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande