
কলকাতা, ২০ ডিসেম্বর (হি. স. ) : ভোটার তালিকা আরও নির্ভুল ও ত্রুটিমুক্ত করতে পশ্চিমবঙ্গে চলতি বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার দ্বিতীয় পর্বে মাইক্রো অবজার্ভার নিয়োগ নিয়ে ইতিমধ্যে সক্রিয় হয়েছে নির্বাচন কমিশন। এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে শনিবার বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন সিইও-সহ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকরা।
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের গ্রুপ ‘বি’ বা তার ঊর্ধ্বতন কর্মীদেরই ইলেক্টোরাল রোল মাইক্রো অবজার্ভার হিসেবে নিয়োগ করা হবে। কেন্দ্রীয় অধিগৃহীত সংস্থা, জাতীয়কৃত ব্যাঙ্ক এবং বিভিন্ন কেন্দ্রীয় দফতরের কর্মীদের থেকেই এই পর্যবেক্ষক বাছাইয়ের কথা জানানো হয়েছে।
সূত্রের খবর, শনিবার বিকেলে সিইও দফতরে ডাকা বৈঠকে উপস্থিত ছিলেন কোল ইন্ডিয়া, ডিভিসি, আয়কর, কেন্দ্রীয় জিএসটি, শুল্ক দফতর, এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া, রিজার্ভ ব্যাঙ্ক, স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটির আহ্বায়ক, ইউকো ব্যাঙ্কের আঞ্চলিক প্রধান, চিফ পোস্টমাস্টার জেনারেল, সেল/ইস্কো/ডিএসপি, পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেল, মেট্রো রেল, বামার লরি এবং এলআইসি-সহ বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার কর্তারা।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত