
শিলচর (অসম), ২০ ডিসেম্বর (হি.স.) : শিলচর নগরীর সুশৃঙ্খল বাণিজ্যিক পরিবেশ ও আইনানুগ নগর পরিচালনা নিশ্চিত করতে এক গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে শিলচর পুর নিগম। পুর নিগমের অধীন সকল বাণিজ্যিক ও শিক্ষা প্রতিষ্ঠানের মালিকদের উদ্দেশে জারিকৃত এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, যে সব প্রতিষ্ঠান এখন পর্যন্ত শিলচর পুর নিগম থেকে নতুন ট্রেড লাইসেন্স গ্রহণ করেনি, তাদের আগামী ২৪ ডিসেম্বর-এর মধ্যে বাধ্যতামূলকভাবে লাইসেন্সের জন্য আবেদন করতে হবে।
শিলচরে অবস্থিত বরাক উপত্যকার তথ্য ও জনসংযোগ বিভাগের আঞ্চলিক কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর দিয়ে জানানো হয়েছে, যে সব বাণিজ্যিক ও শিক্ষা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর এখনও নবীকরণ করা হয়নি, তাদেরও নির্ধারিত সময়সীমার মধ্যেই লাইসেন্স পুনঃনবীকরণ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। পুর নিগম কর্তৃপক্ষ জানিয়েছেন, এই সময়সীমার মধ্যে লাইসেন্স গ্রহণ বা নবীকরণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলি পুর নিগমের নিয়ম ও ধারার আওতায় কঠোর প্রশাসনিক ব্যবস্থার মুখোমুখি হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নির্ধারিত সময়ের পর পুর নিগম কর্তৃক অবৈধ বা লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান শনাক্ত হলে শুধুমাত্র আইনানুগ ব্যবস্থা গ্রহণই নয়, প্রয়োজনে বিদ্যুৎ সংযোগ, পানীয় জলের সংযোগ সহ অন্যান্য নাগরিক পরিষেবাও কর্তন করা হতে পারে। ফলে নগরীর প্রতিটি প্রতিষ্ঠানকে আইন মেনে চলার জন্য সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে।
শিলচর পুর নিগমের কমিশনার সৃষ্টি সিং (আইএএস)-এর নির্দেশক্রমে জারিকৃত এই বিজ্ঞপ্তিকে নগর প্রশাসনের পক্ষ থেকে বাণিজ্যিক শৃঙ্খলা রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। পুর নিগম সূত্রে জানা গেছে, শহরের সার্বিক উন্নয়ন, নাগরিক পরিষেবার মানোন্নয়ন এবং স্বচ্ছ প্রশাসন নিশ্চিত করতেই এই কঠোর অবস্থান গ্রহণ করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস