
দক্ষিণ ২৪ পরগনা, ২০ ডিসেম্বর (হি.স.): বাংলাদেশের বর্তমান অগ্নিগর্ভ পরিস্থিতির প্রেক্ষিতে সুন্দরবনের জলপথে নজরদারি কয়েক গুণ বাড়ানো হয়েছে। বিশেষ করে জোরদার করা হয়েছে নামখানা ব্লকের হাতানিয়া–দোয়ানিয়া নদীতে নিরাপত্তা ব্যবস্থা। ভারত–বাংলাদেশ আন্তর্জাতিক জলপথ হওয়ায় এই নদীপথে নিয়মিত বাংলাদেশি বার্জ চলাচল করে। পরিস্থিতির গুরুত্ব বুঝে সুন্দরবন জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ তৎপরতা শুরু হয়েছে। জলপথে টহল চালিয়ে বিভিন্ন মৎস্যজীবী ট্রলার ও বাংলাদেশি বার্জের কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নদীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘাটে চলছে নাকা চেকিং। সন্দেহজনক যে কোনও গতিবিধির উপর কড়া নজর রাখা হচ্ছে। ট্রলার ও বার্জে থাকা নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে বলেও জানা গিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ