
বজবজ, ২০ ডিসেম্বর (হি. স.) : বজবজে সেবাশ্রয় ক্যাম্প শনিবার পরিদর্শন করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের সাংসদ বজবজে ‘সেবাশ্রম - ২’ স্বাস্থ্য শিবিরের কাজকর্ম ঘুরে দেখেছেন। উল্লেখ্য, ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের মানুষের সেবায় নিয়োজিত উদ্যোগের এদিন ২০তম দিন পূর্ণ হল। বজবজ বিধানসভা কেন্দ্রে চালু ওই শিবিরের শেষলগ্নে তাঁর উপস্থিতি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। উল্লেখ্য, আগামী ২২ ডিসেম্বর থেকে ‘সেবাশ্রয় ২’-এর পরবর্তী গন্তব্য হতে চলেছে বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্র। এদিকে, এদিন সেবাশ্রয় শিবির পরিদর্শনের সময় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় - ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, বাবাসাহেব ভীমরাও আম্বেদকর, রাজা রামমোহন রায় এবং কাজী নজরুল ইসলাম সহ একাধিক মহান ব্যক্তিত্বের মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন। তাঁদের অসামান্য অবদানকে কুর্নিশ জানিয়েছেন তিনি। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয়ের শিবিরে প্রত্যেক রোগীর সঙ্গে মতবিনিময় করেছেন এবং তাঁদের চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজখবর নেন।সর্বোপরি, আশ্বাস দেন যে চিকিৎসা পরিষেবা অব্যাহত থাকবে এবং তাঁদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। তাঁর উপস্থিতি ও প্রত্যক্ষ সংযোগে রোগী, চিকিৎসক এবং স্বেচ্ছাসেবকদের মনোবল আরও দৃঢ় হয়। ‘সেবাশ্রয় ২’- এর ২০ দিনের পথচলায় এই উদ্যোগের মানবিক চেতনা আরও একবার উজ্জ্বল হয়ে ওঠে।এলাকার মানুষ সেবাশ্রয়ের এই পরিষেবায় খুশি।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত