
মুর্শিদাবাদ, ২০ ডিসেম্বর (হি. স. ) : তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সদস্য শাহনাজ বেগম। শনিবার বহরমপুরে অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল নেত্রী শাহনাজ বেগম।
শাহনাজের অভিযোগ ছিল, বহুদিন ধরে জেলা পরিষদের কোনও বৈঠক ডাকা হয় না, সদস্যদের সঙ্গে পরামর্শ, আলোচনা হয় না। দলনেত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে চিঠি পাঠিয়েছিলেন। কিন্তু তাঁদের তরফে কোনও সাড়া মেলেনি।
শাহনাজ বেগমের নিশানায় মূলত জেলা পরিষদের সভাধিপতি, তৃণমূল নেত্রী রুবিয়া সুলতানা। তাঁর বিরুদ্ধে আগে একাধিকবার আর্থিক কেলেঙ্কারির অভিযোগ তুলেছেন শাহনাজ বেগম।
শনিবার বহরমপুর কংগ্রেস কার্যালয় চত্বরে শাহনাজ বেগম মুর্শিদাবাদ জেলা পরিষদের সহকারী সভাধিপতি ছিলেন, একসময় কৃষি কর্মাধ্যক্ষের দায়িত্ব সামলেছেন তিনি। মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা নেত্রীও ছিলেন।
অধীর চৌধুরী দলত্যাগী ওই নেত্রীকে দলীয় পতাকা তুলে দিয়ে কংগ্রেসে যোগদান করান।
রাজনৈতিক মহলেরয়একাংশ মনে করছে, এতে জেলা তৃণমূল কংগ্রেস অস্বস্তিতে পড়বে।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত