
গুয়াহাটি, ২০ ডিসেম্বর (হি.স.) : অসমের নগাঁও জেলাধীন লামডিং ডিভিশনের অন্তৰ্গত কামপুর-যমুনামুখ রেলস্টেশনের মধ্যবর্তী চাংজুরাই এলাকায় আজ শনিবার ভোররাত ২:২৭ মিনিটে সাংহাই (মিজোরাম)-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় সাতটি হাতির মর্মান্তিক মৃত্যু এবং পাঁচটি যাত্রীবাহী বগি লাইচ্যুত হওয়ার পরিপ্রেক্ষিতে ছয়টি যাত্রীবাহী টেন বাতিল করেছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে।
বাতিলকৃত ছয়টি ট্রেন যথাক্রমে রঙিয়া-নিউ তিনসুকিয়া এক্সপ্ৰেস, গুয়াহাটি-যোরহাট টাউন জনশতাব্দি এক্সপ্ৰেস, গুয়াহাটি-বদরপুর ভিস্টাডম এক্সপ্ৰেস, নিউ তিনসুকিয়া-রঙিয়া এক্সপ্ৰেস এবং মরিয়নি-গুয়াহাটি এক্সপ্ৰেস এবং লামডিং-গুয়াহাটি পেসেঞ্জার।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস