
নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.): মনরেগার নাম বদল ইস্যুতে কেন্দ্রকে বিঁধলেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী শনিবার বলেন, ২০ বছর আগে ডঃ মনমোহন সিংজি প্রধানমন্ত্রী ছিলেন এবং সেই সময় সংসদে সর্বসম্মতিক্রমে মনরেগা পাস হয়েছিল। এটি দরিদ্রদের কর্মসংস্থানের আইনি অধিকার দিয়েছে এবং গ্রাম পঞ্চায়েতগুলিকে শক্তিশালী করেছে। মনরেগা-এর মাধ্যমে, মহাত্মা গান্ধীর স্বপ্নের দিকে একটি দৃঢ় পদক্ষেপ নেওয়া হয়েছিল। মোদী সরকার দরিদ্রদের স্বার্থকে দুর্বল করার চেষ্টা করেছে। সম্প্রতি, সরকার মনরেগা-এর উপর বুলডোজার চালিয়েছে, মনরেগা আনা এবং বাস্তবায়নে কংগ্রেসের একটি বড় অবদান ছিল। এটি ছিল দেশ এবং জনগণের স্বার্থের সঙ্গে যুক্ত একটি প্রকল্প। মোদী সরকার এর মাধ্যমে দরিদ্রদের স্বার্থকে আক্রমণ করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ