বিজেপি-শাসিত রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা ভালো : সৌগত রায়
কলকাতা, ২০ ডিসেম্বর (হি.স.): পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার বলেন, পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ চলছে। প্রধানমন্ত্রীর এই মন্তব্যের তীব্র সমালোচনা করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। তাঁর কথায়, বি
সৌগত রায়


কলকাতা, ২০ ডিসেম্বর (হি.স.): পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার বলেন, পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ চলছে। প্রধানমন্ত্রীর এই মন্তব্যের তীব্র সমালোচনা করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। তাঁর কথায়, বিজেপি-শাসিত রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা ভালো।

শনিবার সৌগত বলেন, প্রধানমন্ত্রী মোদী বাংলাকে জঙ্গলরাজ বলেছেন, কিন্তু ভারতের যে কোনও বিজেপি শাসিত রাজ্যের তুলনায় বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। তিনি অনুপ্রবেশকারীদের কথা বলেন, কিন্তু যদি অনুপ্রবেশকারীরা এসে থাকে, তাহলে তার দায় তাদের কারণ সীমান্ত নিরাপত্তার দায়িত্ব বিএসএফের। তাঁর সমাবেশ সফল হয়নি। ঈশ্বর চান না প্রধানমন্ত্রী মোদী বাংলার মাটিতে পা রাখুন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande