
কলকাতা, ২০ ডিসেম্বর (হি. স.) : বাম আমলে পশ্চিমবঙ্গে দুটি সংবাদপত্রের ওপর আক্রমণের জন্য সামাজিক মাধ্যমে বামেদের কটাক্ষ করায় পাল্টা নেটনাগরিকদের তোপের মুখে পড়লেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
সন্দীপ দত্ত লিখেছেন, “উনি (কুণাল) খুব অসুস্থ। দ্বিতীয় মুকুল রায় হতে যাচ্ছেন। কেউ কিছু মনে করবেন না। আসলে মিথ্যে কথার রাজনীতি করেই উনি সব সময় প্রচারে থাকতে চান। উনি নিজে সারদার টাকা চুরি করে আমাদের সবার প্রিয় দিদিকে সারদার চোর বলেছিলেন। ওনার কোনও কথাই ঠিক নয়।”
তিনটি স্মাইলি-সহ অপূর্ব সরকার লিখেছেন, “পিছনে হঠাৎ ঠাকুরের ফটো রাখার প্রয়োজন হল কেন? বড় হিন্দু সাজাতে চাইছেন? রঞ্জন সরকার লিখেছেন, “কুনাল কাকু, কুনাল কাকু শুনলাম তুমি নাকি কাকিমাকে নিয়ে বাড়ির সামনে গেটে ঘুগনি চপ আর মুড়ি তেলেভাজা বিক্রি করছ অনেক লাভ হচ্ছে তাই না। টাটাকে তাড়িয়ে ভালোই হয়েছে বল।”
রাকেশ সরকার লিখেছেন, “ওহ দাদা বাংলাদেশী হিন্দু যুবককে পিটিয়ে পুড়িয়ে খুন করা হলো তাতে কি আপনারা প্রতিবাদ করবেন, না এখন একটা মুসলিম কিছু হলে এখুনি রাস্তাতে নেমে পড়তেন।
শীর্ষেন্দু জোয়ারদার লিখেছেন, “আপনাকে ব্লক করলাম নিজেকে বাজে কথা শোনা থেকে বঞ্চিত করলাম।” জহর দাস লিখেছেন, “ওসব বাদ দিন হিন্দু অত্যাচার, হত্যা হচ্ছে। ময়মনসিংহে উগ্র মৌলবাদের আক্রমনে দিপু দাসের নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদ করুন। আর বোরখার নিচে মুখ লুকিয়ে থাকবেন না।”
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত