
কলকাতা, ২০ ডিসেম্বর (হি. স. ) : ‘'প্রধানমন্ত্রী আজ এসে মতুয়াগড়ে আগুন জ্বালানোর জায়গা তৈরি করে দিয়ে গেলেন। মতুয়াদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হচ্ছে আগামীতে সেটা আরও বাড়বে''। শনিবার সাংবাদিক বৈঠকে এমনটাই বললেন মমতাবালা ঠাকুর।
বিধানসভা ভোটের আগেই প্রধানমন্ত্রীর এই আগমন যে বিশেষ ইঙ্গিতপূর্ণ সেটা তো স্পষ্ট হয়েই গিয়েছিল। সেই রেশ ধরে মমতাবালা ঠাকুর সাংবাদিক বৈঠকে বলেন, ''মতুয়াদের উদ্দেশে এতদিন নাগরিকত্বের মিথ্যে প্রতিশ্রুতি ওরা দিয়েছিল। মতুয়াদের দেওয়ার মতো কিছুই প্রধানমন্ত্রীর নেই, বরং যা ছিল তা কেড়ে নিয়েছে। যেটুকু ভোটার অধিকার তাঁরা পেয়েছিলেন সেটুকুও কেড়ে নেওয়া হচ্ছে। মিথ্যে, ভাঁওতা দিয়ে মতুয়াদের থেকে ভোট নিয়েছে।''
সেই কথার রেশ ধরেই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, 'মতুয়া সমাজ আজ বিপর্যয়ের মুখে পড়ল। এই বৃহত্তর সমাজের পাশে একজনই দাঁড়িয়ে আছেন, তিনি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।''
ব্রাত্য বসুর কথায়, ''ওরা যে রাজ্যে গেছে, সংখ্যালঘুদের কী অবস্থা হয়েছে সবাই জানেন। প্রত্যেক রাজ্যে সাংবাদিকদের কী দশা হয়েছে, সবাই জানেন। গণমাধ্যমের স্বাধীনতা কোথায় পৌঁছেছে! জঙ্গলরাজ কোথায় কোথায় আছে সবাই জানে।''
ব্রাত্যবাবুর দাবি, এই কিছুদিন আগেই প্রধানমন্ত্রী বাংলায় এসে মুখ্যমন্ত্রীর উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন, সেখানে তো কোনও বাধা ছিল না।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত