
মুম্বই, ২০ ডিসেম্বর (হি.স.) : আগামী বছরের ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ড ( বিসিসিআই) ভারতের দল ঘোষণা করেছে।
ভারত মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের শিরোপা রক্ষার লড়াই শুরু করবে, তারপর নামিবিয়া, পাকিস্তান এবং নেদারল্যান্ডসের মুখোমুখি হবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের স্কোয়াড:
সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), জশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, হর্ষিত রানা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, ঈশান কিষান (উইকেটকিপার), রিঙ্কু সিং।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একই টিম টি-টোয়েন্টি সিরিজ খেলবে। যেহেতু ভারতেই ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে, তাই ১৫ জন ছাড়া আগে থেকে কোনও স্ট্যান্ড বাই প্লেয়ার দলে রাখা হয়নি।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি