প্রধানমন্ত্রীর সফর, গুয়াহাটিতে যানবাহন চলাচলে ট্ৰাফিক নিৰ্দেশনা
গুয়াহাটি, ২০ ডিসেম্বর (হি.স.) : আজ (শনিবার) অপরাহ্নে দুদিনের অসম সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর আগমনের পরিপ্রেক্ষিতে গুয়াহাটিতে মেট্রো ট্রাফিক পুলিশ যানবাহন চলাচলে কিছু নিৰ্দেশনা জারি করেছে। পানবাজার, ফ্যান্সিবাজারে যানজটে
ট্ৰাফিক_প্রতিনিধিত্বমূলক ছবি


গুয়াহাটি, ২০ ডিসেম্বর (হি.স.) : আজ (শনিবার) অপরাহ্নে দুদিনের অসম সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর আগমনের পরিপ্রেক্ষিতে গুয়াহাটিতে মেট্রো ট্রাফিক পুলিশ যানবাহন চলাচলে কিছু নিৰ্দেশনা জারি করেছে।

পানবাজার, ফ্যান্সিবাজারে যানজটের প্রতি লক্ষ্য রেখে ওই রাস্তায় যানবাহন চালানোর নির্দেশ দিয়েছে ট্রাফিক পুলিশ কৰ্তৃপক্ষ।

এছাড়া মহানগরে ভারী যানবাহন চলাচলের ক্ষেত্রে জারিকৃত নির্দেশনায় বিমানবন্দরে প্রত্যাশা মতো প্রায় ১ লক্ষ ২০ হাজার মানুষের সমাগমের পরিপ্ররেক্ষিতে বিমানযাত্রীদের নির্ধারিত সময়ের আগে আসতে অনুরোধ জানানো হয়েছে। এভাবে রিভার ফ্রন্ট এলাকার রাস্তা এড়িয়ে চলাতে বলা হয়েছে। পাশাপাশি লখরা, বরাগাঁও এলাকার রাস্তায় যানবাহন না চালানোর আহ্বান জানিয়েছে ট্রাফিক দফতর।

নির্দেশনায় আরও বলা হয়েছে, বিমানবন্দরের নবনির্মিত টার্মিনালের উদ্বোধনী কাৰ্যসূচিতে জলের বোতল এবং বড় ব্যাগ নিয়ে না যেতে অংশগ্রহণকারী নাগরিকদের প্রতি জানানো হয়েছে আহ্বান। বলা হয়েছে, প্যান্ডেল থাকবে পানীয় জলের ব্যবস্থা। এছাড়া বলা হয়েছে, বিমানবন্দরে উদ্বোধনী কাৰ্যসূচিতে গড়লের দিক থেকে আগত যানবাহনগুলিকে ২ নম্বর রটারি পয়েন্টে রাখতে বলা হয়েছে। পুরনো টাৰ্মিনালের দিক থেকে আগত যানবাহনগুলিকে এসওএস ভিলেজে দুই (২) ঘণ্টা আগে আটকে দেওয়া হবে। তবে কেবল যাঁদের পাস রয়েছে, তাঁদের যানবাহনগুলিই পুরনো টাৰ্মিনালের দিক থেকে আসতে পারবে বলে মেট্রো ট্রাফিক পুলিশের নির্দেশনায় বলা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande