
ধামতারি, ২০ ডিসেম্বর (হি.স.) : ছত্তিশগড়ের ধামতারিতে ঘটলো এক মর্মান্তিক পথ দুর্ঘটনা । ঘটনাটি ঘটেছে শনিবার, কেরগাঁওয়ের কাছে। দুর্ঘটনায় মৃত এক যুবক , আহত আরও দুই । মৃতের নাম ভুনেশ্বর সাহু(৩০) এবং আহতদের নাম সীমা (১৫) ও গীতা (৪০)। এরা সকলেই টেমরির বাসিন্দা।
এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মৃত ভুনেশ্বর সাহু তাঁর মা ও বোনের সঙ্গে বাইকে করে ফিরছিলেন ধামতারির দিকে । ফেরার সময় কেরগাঁওয়ের কাছে উল্টোদিক থেকে আসে একটি দ্রুতগামী গাড়ি এবং বাইক - গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় । সংঘর্ষের অভিঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালকের । পিছনে থাকা আরও দুজন গুরুতরভাবে আহত হয় । এরপর তাদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয় । দুর্ঘটনার পর পলাতক গাড়ির চালক সহ আরও দুই ব্যক্তি । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
অন্যদিকে , আরও একটি দুর্ঘটনার খবর পাওয়া যায় । দুর্ঘটনা ঘটে শুক্রবার, সিহাওয়া রোডের কেরগাঁওয়ের কাছে। মৃতের নাম কিষাণ মারকাম (২১) ও আহতের নাম উধো রাম। ভিলাই থেকে ফেরার পথে কেরগাঁও জংশনের কাছে বাইক দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন কিষান। তাঁকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক