
হরিদ্বার, ২০ ডিসেম্বর (হি.স.) : উত্তরাখণ্ডের হরিদ্বার জেলার পাথ্রি থানার অন্তর্গত রানসুরা গ্রামে একটি চিতাবাঘ গাছের ডালে আটকে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। বন দফতরের তৎপরতায় চিতাবাঘটিকে সফলভাবে উদ্ধার করে চিকিৎসার জন্য চিড়িয়াপুর রেসকিউ সেন্টারে পাঠানো হয়েছে।
শনিবার বন দফতর সূত্রে জানা গেছে, জঙ্গল থেকে বেরিয়ে চিতাবাঘটি শিকারের সন্ধানে গ্রামের সংলগ্ন কৃষিক্ষেতে ঢুকে পড়ে। ধারণা করা হচ্ছে, শিকারের চেষ্টা করতে গিয়ে একটি গাছের ডালে আটকে যায় চিতাবাঘটি। গাছে চিতাবাঘটিকে ঝুলে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা এবং সঙ্গে সঙ্গে বন দফতরকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়। বন দফতরের এক আধিকারিক জানান, গাছে আটকে পড়ার ফলে চিতাবাঘটির পায়ে আঘাত লেগেছে। সেই কারণে জঙ্গলে ছেড়ে না দিয়ে তাকে চিকিৎসার জন্য চিড়িয়াপুর রেসকিউ সেন্টারে পাঠানো হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য