বিজয় মার্চেন্ট ট্রফিতে কেরালার বিরুদ্ধে খেলা - ড্র করল বাংলা
ওড়িশা, ২০ ডিসেম্বর (হি. স.) : অনূর্ধ্ব - ১৬, বিজয় মার্চেন্ট ট্রফিতে বাংলা বনাম কেরালা খেলা - ড্র । কটকে অনুষ্ঠিত এলিট গ্রুপ সি - র ম্যাচে প্রথম ইনিংসে কেরালার ১৭৮ রানের জবাবে বাংলা ১৯৩ রান সংগ্রহ করে। এর জবাবে শনিবার ৪৪ ওভারে ৯ উইকেটে ২০৭ রান তুলে
বিজয় মার্চেন্ট ট্রফিতে বাংলা বনাম কেরালা খেলা - ড্র


ওড়িশা, ২০ ডিসেম্বর (হি. স.) : অনূর্ধ্ব - ১৬, বিজয় মার্চেন্ট ট্রফিতে বাংলা বনাম কেরালা খেলা - ড্র । কটকে অনুষ্ঠিত এলিট গ্রুপ সি - র ম্যাচে প্রথম ইনিংসে কেরালার ১৭৮ রানের জবাবে বাংলা ১৯৩ রান সংগ্রহ করে। এর জবাবে শনিবার ৪৪ ওভারে ৯ উইকেটে ২০৭ রান তুলে নিয়ে কেরালা দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার্ড ঘোষণা করে। অধিনায়ক বিশাল জর্জ করে ৫৪ বলে সর্বাধিক ৪৯ রানে। আকাশ যাদব তিনটি ও ত্রিপর্ণ সামন্ত ২ উইকেট নেয়।

এরপর দ্বিতীয় ইনিংসে বাংলা প্রাথমিক বিপর্যয় সামলে নেয়। এদিন খেলা শেষের আগে পর্যন্ত ৫২ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৮ রান তোলে। অধিনায়ক রাজেশ মণ্ডল ১৪১ বলে ৬৮ রান ও প্রবীণ ছেত্রী ৪৪ বলে ১৪ রানে অপরাজিত। আদিত্যন এসভি ৫ উইকেট নিয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande