
বাজারিছড়া (অসম), ২০ ডিসেম্বর (হি.স.) : অসমের শ্রীভূমি জেলার অন্তর্গত বাজারিছড়া থানাধীন চুড়াইবাড়ি ওয়াচ পোস্ট পুলিশের হাতে শুকনো গাঁজা সহ এক মহিলা ধরা পড়েছে। ধৃত মহিলাকে বিহারের সমস্তিপুর জেলার বাম্বাইয়া হরলাল এলাকার বাসিন্দা ২৬ বছর বয়সি আশা দেবী বলে পরিচয় পাওয়া গেছে।
চুড়াইবাড়ি (অসম) পুলিশ ওয়াচ পোস্টের নবাগত ইনচার্জ নিরঞ্জন দাস ঘটনার তথ্য দিতে গিয়ে জানান, আজ (শনিবার) বিকাল প্রায় চারটা নাগাদ ত্রিপুরার ধর্মনগর থেকে এস ১১ বিসি ০৪৬২ নম্বরের একটি যাত্রীবাহী বাস আন্তঃরাজ্য সীমান্তের এপারে নাকা পয়েন্টে আসলে তাঁর নেতৃত্বে গাড়িতে দলবল নিয়ে তলাশি চালানো হয়।
তালাশি চালাতে গিয়ে পুলিশ গাড়িতে এক মহিলা যাত্রীর ব্যাগ থেকে ৬ প্যাকেটে ৮ কেজি ৪৩৯ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার হয়। সেই সঙ্গে বিহারের সমস্তিপুর জেলার বাম্বাইয়া হরলাল এলাকার বাসিন্দা আশা দেবীকে আটক করে ওয়াচ পোস্টে নিয়ে আসা হয়। এখানে তার স্বীকারোক্তির ভিত্তিতে এনডিপিএস-এর সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়। আগামীকাল রবিবার তাকে শ্রীভূমির সিজেএম আদালতে পেশ করা হবে, জানান পুলিশ অফিসার নিরঞ্জন দাস।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস