
ইসলামাবাদ, ২০ ডিসেম্বর (হি. স.) : পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে এক সেনা ক্যাম্পে চলল আত্মঘাতী হামলা। শুক্রবারের এই হামলায় মৃত্যু হয়েছে ৪ পাক সেনার। পাশাপাশি আহত হয়েছেন অন্তত ১৫ জন। মৃতদের তালিকায় রয়েছেন মহিলা ও শিশু।
পাক সেনা ও স্থানীয় পুলিশ প্রশাসনের রিপোর্ট অনুযায়ী, এই এলাকা পাকিস্তানের উত্তর-পশ্চিম প্রান্ত উত্তর ওয়াজিরিস্তান। আফগানিস্তান সীমান্তবর্তী এই এলাকা খাইবার পাখতুনখোয়ার মধ্যে পড়ে। হামলার নেপথ্যে ছিল এক আত্মঘাতী জঙ্গি ও তিন বন্দুকধারী। সেনার রিপোর্ট অনুযায়ী, হামলাকারীরা প্রথমে নিরাপত্তার ঘেরাটোপ ভাঙার চেষ্টা করে। বিস্ফোরক বোঝাই একটি গাড়ি সেনা ক্যাম্পের বাইরের দেওয়ালে সজোরে ধাক্কা মারে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল আশপাশের একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ভেঙে যায় পাশের একটি মসজিদ।
এই হামলার জেরে মৃত্যু হয় চার পাকিস্তানি সেনা জওয়ানের। এই হামলার পর বন্দুকধারী আরও তিন হামলাকারী ক্যাম্পের মধ্যে প্রবেশ করে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে। দীর্ঘক্ষণ ধরে গুলির লড়াইয়ের পর ওই তিন জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সেনা। হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি। সেনার দাবি, আফগানিস্তান থেকেই রচিত হয়েছে এই হামলার ব্লুপ্রিন্ট।
হিন্দুস্থান সমাচার / সোনালি