মহিলা যাত্রী হেনস্থার অভিযোগে চালক ও সহযোগী গ্রেফতার, প্রতিবাদে বাস চলাচল বন্ধ, দুর্ভোগ চরমে
আগরতলা, ২০ ডিসেম্বর (হি.স.) : খোয়াই জেলার তেলিয়ামুড়াগামী এক বাসে মহিলা যাত্রীকে শারীরিক হেনস্থার অভিযোগে সংশ্লিষ্ট বাসের চালক ও কন্ডাকটর গ্রেফতার। পাশাপাশি গাড়িটিও আটক করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে চন্দ্রপুর আইএসবিটি বাস স্ট্যান
যান চলাচল বিঘ্নিত


আগরতলা, ২০ ডিসেম্বর (হি.স.) : খোয়াই জেলার তেলিয়ামুড়াগামী এক বাসে মহিলা যাত্রীকে শারীরিক হেনস্থার অভিযোগে সংশ্লিষ্ট বাসের চালক ও কন্ডাকটর গ্রেফতার। পাশাপাশি গাড়িটিও আটক করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে চন্দ্রপুর আইএসবিটি বাস স্ট্যান্ড থেকে সব রকমের বাস চলাচল বন্ধ রাখেন অন্যান্য বাসচালক ও সহচালকরা। ফলে যাত্রীদের ভোগান্তি চরম আকার ধারণ করে।

জানা যায়, শুক্রবার চন্দ্রপুর আইএসবিটি থেকে তেলিয়ামুড়ার জন্য রওনা হওয়া একটি বাসে এক মহিলা যাত্রী কন্ডাকটরের হাতে শারীরিক হেনস্থার শিকার হন বলে অভিযোগ। তেলিয়ামুড়া মোটরস্ট্যান্ডে নেমে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশ সংশ্লিষ্ট চালক ও সহচালককে গ্রেফতার করে এবং বাসটিও জব্দ করে।

এই গ্রেফতারের প্রতিবাদে শনিবার চন্দ্রপুর আইএসবিটি থেকে সব রুটের বাস পরিষেবা বন্ধ রাখা হয়। আইএসবিটি কর্তৃপক্ষ জানায়, সংশ্লিষ্ট ঘটনায় মহিলা যাত্রীর কাছে অন্যান্য চালক-সহচালকরা ক্ষমা প্রার্থনা করলেও তিনি মামলা দায়ের করেন। এরপরই পুলিশ ব্যবস্থা নেয়। গ্রেফতার হওয়া দু'জনকে মুক্ত করতে বাসচালক ও সহচালকরা তেলিয়ামুড়া থানার উদ্দেশে যাওয়ায় সাময়িকভাবে বাস চলাচল বন্ধ রয়েছে বলে জানা গিয়েছে।

হঠাৎ বাস পরিষেবা বন্ধ হয়ে পড়ায় আগরতলা এবং আশপাশের রুটে সাধারণ যাত্রীদের ব্যাপক দুর্ভোগের মুখে পড়তে হয়। অনেক যাত্রী কর্মস্থলে পৌঁছতে না পেরে সমস্যায় পড়েন। এদিকে বাস না চলায় সুযোগ দেখেই কিছু অটোচালক চড়া ভাড়া আদায় শুরু করেছে বলে যাত্রীদের অভিযোগ।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande