হরিদ্বারে পুলিশের তৎপরতায় গ্রেফতার অপহরণকারী
হরিদ্বার, ২০ ডিসেম্বর (হি.স.) : উত্তরাখণ্ডের হরিদ্বারে পুলিশের তৎপরতায় শনিবার গ্রেফতার অপহরণকারী , সঙ্গে উদ্ধার হয়েছে অপহৃত নাবালিকা । এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বিগত ৪ নভেম্বর হরিদ্বারের রানীপুরের অন্তর্গত এলাকায় সালেমপুরের বাসিন্দা স
হরিদ্বারে পুলিশের তৎপরতায় গ্রেফতার অপহরণকারী


হরিদ্বার, ২০ ডিসেম্বর (হি.স.) : উত্তরাখণ্ডের হরিদ্বারে পুলিশের তৎপরতায় শনিবার গ্রেফতার অপহরণকারী , সঙ্গে উদ্ধার হয়েছে অপহৃত নাবালিকা ।

এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বিগত ৪ নভেম্বর হরিদ্বারের রানীপুরের অন্তর্গত এলাকায় সালেমপুরের বাসিন্দা সুলেখ তাঁদের বাড়ির মালিকের ছেলে অনিলের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন । তাঁর অভিযোগ , অনিল তাঁর বছর পনেরোর নাবালিকাকে প্রলোভন দেখিয়ে অপহরণ করেছে । তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ মেয়েটির খোঁজ শুরু করে এবং বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে। এরপর শনিবার পুলিশের জালে ধরা পড়ে অভিযুক্ত। তাঁকে এবং অপহৃত মেয়েটিকে উদ্ধার করে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয় ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে অভিযুক্ত অনিল উত্তর প্রদেশের, শাহজাহানপুরের বাসিন্দা , বয়স ১৯ । মেয়েটিকে বিয়ের উদ্দেশ্যে তারা দিল্লির দিকে যাচ্ছিল । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande