
নওয়াদা, ২০ ডিসেম্বর (হি.স.) : বিহারের নওয়াদা জেলায় বন সম্পদ রক্ষায় বড় সাফল্য পেল বন দফতর। শনিবার বুধিয়া সাখ গ্রাম সংলগ্ন জঙ্গল এলাকায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার খয়ের গাছের কাঠ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ট্রাক চালক সহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
এদিন বন দফতর সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে বিপুল পরিমাণ অবৈধভাবে কাটা খয়ের গাছের কাঠ উদ্ধার করা হয়। পাশাপাশি একটি মোটরবাইকও বাজেয়াপ্ত করা হয়েছে, যা পাচারের কাজে ব্যবহৃত হচ্ছিল বলে অনুমান।
বনাঞ্চলের এক আধিকারিক জানান, বুধিয়া সাখ জঙ্গল থেকে বেআইনিভাবে খয়ের গাছ কেটে ট্রাকে তোলার প্রস্তুতির খবর পাওয়া যায়। তথ্যের গুরুত্ব বিবেচনায় দ্রুত একটি বিশেষ অভিযানকারী দল গঠন করা হয়। দলটি জঙ্গল এলাকায় ঘেরাও চালিয়ে ঘটনাস্থল থেকে তিনজন কাঠ পাচারকারীকে হাতেনাতে আটক করে। পরে ট্রাক চালক ও সহচালককেও গ্রেফতার করা হয়।
প্রাথমিক তদন্তে স্পষ্ট হয়েছে যে, কাঠগুলি অবৈধভাবে বনাঞ্চল থেকে কাটা হয়েছিল। উদ্ধার হওয়া কাঠের পরিমাণ নির্ধারণের কাজ চলছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে পাচারচক্রের সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদের সন্ধান করা হচ্ছে।
বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বনসম্পদ রক্ষায় এই ধরনের অভিযান আগামী দিনেও আরও কঠোরভাবে চালানো হবে এবং দোষীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য