
আগরতলা, ২০ ডিসেম্বর (হি.স.) : সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে আগামীকাল রবিবার ত্রিপুরাতেও পালিত হবে জাতীয় টিকাকরণ দিবস। এ উপলক্ষ্যে রাজ্যজুড়ে শূন্য থেকে পাঁচ বছর বয়সী প্রায় ৩ লক্ষ ৪০ হাজার শিশুকে পালস পোলিও-এর দুই ফোঁটা ডোজ খাওয়ানো হবে বলে এক সাংবাদিক সম্মেলনে জানান ন্যাশনাল হেলথ মিশনের (এনএইচএম) রাজ্য মিশন অধিকর্তা সাজু ওয়াহিদ।
রবিবার, ২১ ডিসেম্বর, রাজ্যের সব সাব-সেন্টার, পিএইচসি ও সিএইচসি-তে পালস পোলিও টিকাকরণ কর্মসূচি পরিচালিত হবে। পাশাপাশি গোটা রাজ্যে ৩,৪০০টি প্রাথমিক বুথ সেন্টার চিহ্নিত করা হয়েছে, যেখানে শিশুদের পোলিও ডোজ প্রদান করা হবে। প্রতিটি বুথে উপস্থিত থাকবেন স্বাস্থ্যকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীরা। রাজ্যজুড়ে মোট ১৩ হাজার স্বাস্থ্যকর্মী এই কর্মসূচিতে অংশ নেবেন এবং তাঁদের তদারকির দায়িত্বে থাকবেন ৬৮০ জন সুপারভাইজার।
সাজু ওয়াহিদ জানান, “রবিবার কোনও কারণে যদি কোনও শিশু পোলিও ডোজ না পায়, তবে সোমবার অর্থাৎ ২২ ডিসেম্বর স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে শিশুদের পোলিও খাওয়াবেন।”
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এনএইচএম-এর যুগ্ম মিশন অধিকর্তা ডাঃ নূপুর দেববর্মা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির সদস্য সচিব ডাঃ সৌভিক দেববর্মা এবং স্টেট ইমিউনাইজেশন অফিসার ডাঃ শ্রীবাস দেববর্মা।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ