নতুন জি রাম জি আইনের বিরুদ্ধে আন্দোলনে নামছে ত্রিপুরার কংগ্রেস
আগরতলা, ২০ ডিসেম্বর (হি.স.) : কেন্দ্রীয় সরকার সম্প্রতি এম জি এন রেগার নাম পরিবর্তন করে জি রাম জি আইন পাস করেছে। আর এই নতুন আইনের বিরুদ্ধেই তীব্র অবস্থান নিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। শনিবার আগরতলায় প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে আন
কংগ্রেসের সাংবাদিক সম্মেলন


আগরতলা, ২০ ডিসেম্বর (হি.স.) : কেন্দ্রীয় সরকার সম্প্রতি এম জি এন রেগার নাম পরিবর্তন করে জি রাম জি আইন পাস করেছে। আর এই নতুন আইনের বিরুদ্ধেই তীব্র অবস্থান নিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। শনিবার আগরতলায় প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে আন্দোলনের ঘোষণা দেন বিধায়ক সুদীপ রায় বর্মণ।

সুদীপ রায় বর্মণ অভিযোগ করেন, নতুন জি রাম জি আইন শ্রমিকদের অধিকার খর্ব করবে। এমজিএন রেগা প্রকল্পের অধীন যেসব শ্রমিক দেশের গ্রামাঞ্চলে কাজ পান, এই আইন চালু হলে তাদের কাজ পাওয়া আরও কঠিন হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। তাঁর কথায়, “আগে শ্রমিকরা কাজ না পেলে বিডিও বা সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে গিয়ে কাজ চাইতে পারতেন। নতুন আইনে সেই অধিকারই কেড়ে নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধুর মূর্তির প্রতি যে অসম্মান দেখানো হয়েছে, তার সমান্তরালভাবে ভারতে মহাত্মা গান্ধীকেও মৌলবাদী শক্তির দ্বারা অপমান করা হচ্ছে। ফলে দুই দেশের মৌলবাদী শক্তির মধ্যে কোনও পার্থক্য নেই বলেও মন্তব্য করেন তিনি।

কংগ্রেসের অভিযোগ, এই নতুন আইন রাস্তাঘাট নির্মাণ, পুকুর খননসহ বহু উন্নয়নমূলক কাজে ব্যাঘাত ঘটাবে। ফলে শ্রমিকদের কাজের সুযোগ কমে যাবে। তাই পার্লামেন্টের ভিতরে ও বাইরে কংগ্রেস এর বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন চালাবে বলে জানানো হয়।

ঘোষণা অনুযায়ী, ২১ ডিসেম্বর দেশব্যাপী প্রতিটি জেলায় কংগ্রেস রাস্তায় নেমে আন্দোলন করবে এবং দাবি জানানো হবে—অবিলম্বে জি রাম জি আইন বাতিল করে পুরনো এম জি এন রেগা বহাল করতে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande