কৈলাসহরে চা বাগান শ্রমিকদের উন্নয়নে সরকারের উদ্যোগ, একাধিক প্রকল্পের উদ্বোধন
কৈলাসহর (ত্রিপুরা), ২০ ডিসেম্বর (হি.স.) : চা বাগান এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও তাঁদের আত্মসম্মান রক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে ত্রিপুরা সরকার। এই উদ্যোগের অংশ হিসেবে চা বাগান শ্রমিকদের ভূমির অধিকার নিশ্চিত করাকে সরকার প্রথম লক্ষ্য হিসেবে
প্রকল্পের উদ্বোধন করেন মন্ত্রী টিংকু রায়


কৈলাসহর (ত্রিপুরা), ২০ ডিসেম্বর (হি.স.) : চা বাগান এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও তাঁদের আত্মসম্মান রক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে ত্রিপুরা সরকার। এই উদ্যোগের অংশ হিসেবে চা বাগান শ্রমিকদের ভূমির অধিকার নিশ্চিত করাকে সরকার প্রথম লক্ষ্য হিসেবে গ্রহণ করেছে। শনিবার ঊনকোটি জেলার চণ্ডীপুর ব্লকের সরোজিনী গ্রাম পঞ্চায়েতের হালাইছড়া বাজারে নবনির্মিত কৃষি পণ্য ভাণ্ডার, ওপেন মার্কেট শেড ও কমিউনিটি হলের উদ্বোধন করে এই কথা জানান সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দফতরের মন্ত্রী টিংকু রায়।

মন্ত্রী জানান, অতীতে চা বাগান শ্রমিক পরিবারগুলির নিজস্ব ভূমি, রেশন কার্ড বা স্থায়ী আবাসন ছিল না। ফলে তাঁরা দীর্ঘদিন সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ার শিকার ছিলেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তাঁদের জীবনযাত্রার মানোন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। ইতিমধ্যে প্রায় ৪ হাজার পরিবারকে জমির পাট্টা, প্রায় ৫ হাজার পরিবারকে রেশন কার্ড প্রদান করা হয়েছে। আবাসন প্রকল্পের মাধ্যমে পাকা ঘর নির্মাণের ব্যবস্থাও করা হচ্ছে। এতে শ্রমিকরা এখন নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ পাচ্ছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমেলন্দু দাস, চণ্ডীপুর ব্লকের বিডিও দেবপ্রিয়া দাস, পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন সম্পা দাস পাল, ভাইস-চেয়ারপার্সন বিনয় সিংহ, কৈলাসহর মহকুমার মহকুমা শাসক বিপুল দাস সহ বিশিষ্ট ব্যক্তিরা। সভাপতিত্ব করেন সরোজিনী পঞ্চায়েতের প্রধান অনিতা কৈরী।

এদিন ২৯ জন চা বাগানী পরিবারকে জমির পাট্টা প্রদান করা হয়। নবনির্মিত প্রকল্পগুলোর জন্য ব্যয় হয়েছে— কৃষি পণ্য ভান্ডার নির্মাণে ৫,৬২,২৭৯ টাকা, ওপেন মার্কেট শেড নির্মাণে ১৪,৯৯,৮৬৩ টাকা, কমিউনিটি হল নির্মাণে ৩,০১,৫৫১ টাকা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande