তেলিয়ামুড়ায় বাস কন্ডাক্টর গ্রেফতার, মিথ্যা মামলার অভিযোগে বিক্ষোভ মোটর শ্রমিকদের
তেলিয়ামুড়া (ত্রিপুরা), ২০ ডিসেম্বর (হি.স.) : বাস কন্ডাক্টর দীপঙ্কর ভক্ত‌কে গ্রেফতারকে কেন্দ্র করে শনিবার উত্তাল হয়ে উঠল খোয়াই জেলার তেলিয়ামুড়া থানা চত্বর। গ্রেফতার নিয়ে সৃষ্টি হয়েছে প্রবল বিতর্ক এবং শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার। সূত্রে
মোটর শ্রমিকের বিক্ষোভ


তেলিয়ামুড়া (ত্রিপুরা), ২০ ডিসেম্বর (হি.স.) : বাস কন্ডাক্টর দীপঙ্কর ভক্ত‌কে গ্রেফতারকে কেন্দ্র করে শনিবার উত্তাল হয়ে উঠল খোয়াই জেলার তেলিয়ামুড়া থানা চত্বর। গ্রেফতার নিয়ে সৃষ্টি হয়েছে প্রবল বিতর্ক এবং শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার।

সূত্রের খবর, শুক্রবার সকালে আগরতলা-তেলিয়ামুড়া রুটের একটি চলন্ত বাসে এক মহিলা যাত্রীর শরীরে হাত দেওয়ার অভিযোগ ওঠে দীপঙ্করের বিরুদ্ধে। ওই মহিলা শুক্রবার রাতেই তেলিয়ামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে শনিবার সকালে পুলিশ দীপঙ্করকে গ্রেফতার করে।

তবে এখানেই শুরু হয় নাটকীয়তা। শ্রমিকদের অভিযোগ, লিখিত অভিযোগের আগেই শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে হাওয়াইবাড়ি নাকা পয়েন্ট এলাকা থেকে দীপঙ্করকে থানায় নিয়ে আসে পুলিশ। তাদের প্রশ্ন—অভিযোগ দায়েরের আগে কীভাবে একজনকে অভিযুক্ত প্রমাণ করে থানায় নেওয়া হল। এর মধ্যেই উঠে আসে আরেকটি অভিযোগ—তেলিয়ামুড়া বাস চালক সংঘের এক শীর্ষ নেতা তপন দাস নাকি মহিলার অভিযোগকে কেন্দ্র করে বাসস্ট্যান্ডেই দীপঙ্করকে মারধর করেন এবং মহিলার সঙ্গে কথাবার্তা বলে বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা করেন। শ্রমিকদের দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলায় ফাঁসাতে অপ্রত্যক্ষ মদত দিচ্ছেন তিনি।

এই সমস্ত ঘটনার প্রতিবাদে শনিবার তেলিয়ামুড়া থানার সামনে জড়ো হয়ে ক্ষোভ উগরে দেন অসংখ্য শ্রমিক। তাঁদের দাবি—“একজন শ্রমজীবী মানুষকে মিথ্যা মামলায় ফাঁসানো চলবে না। যদি অপরাধ প্রমাণিত হয়, আইন অনুযায়ী শাস্তি হোক, কিন্তু ভিত্তিহীন অভিযোগ মানা হবে না।”

অন্যদিকে পুলিশ কোনও মন্তব্য করতে নারাজ। জানা গেছে, গ্রেফতার হওয়া দীপঙ্কর ভক্তকে শনিবার খোয়াই জেলা আদালতে পেশ করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande