অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড, তৃতীয় টেস্ট: অ্যাডিলেডে ৮২ রানের জয়ের পর অ্যাশেজ ধরে রাখল অস্ট্রেলিয়া
অ্যাডিলেড, ২১ ডিসেম্বর(হি.স.): দুর্দান্ত পেশাদারিত্ব, অসাধারণ স্কিল আর দারুণ উজ্জীবিত পারফরম্যান্স দেখিয়ে প্রথম তিন টেস্টেই সিরিজ জিতে নিয়ে অ্যাশেজ ধরে রাখা নিশ্চিত করল অস্ট্রেলিয়া। এর আগে পার্থে দুই দিন, ব্রিজবেনে চার দিনে জয়ের পর অ্যাডিলেইডে
অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড, তৃতীয় টেস্ট: অ্যাডিলেডে ৮২ রানের জয়ের পর অ্যাশেজ ধরে রাখল অস্ট্রেলিয়া


অ্যাডিলেড, ২১ ডিসেম্বর(হি.স.):

দুর্দান্ত পেশাদারিত্ব, অসাধারণ স্কিল আর দারুণ উজ্জীবিত পারফরম্যান্স দেখিয়ে প্রথম তিন টেস্টেই সিরিজ জিতে নিয়ে অ্যাশেজ ধরে রাখা নিশ্চিত করল অস্ট্রেলিয়া।

এর আগে পার্থে দুই দিন, ব্রিজবেনে চার দিনে জয়ের পর অ্যাডিলেইডে ম্যাচ গড়ায় পঞ্চম দিনে। শেষ দিনে কিছুটা লড়াই করে ইংল্যান্ড। কিন্তু শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া ম্যাচ জিতে নেয় ৮২ রানে। রবিবার ইংল্যান্ডের হয়ে লড়াই করেনস্মিথ(৬০),জ্যাকস(৪৭) ও কারস (৩৯)।

এই নিয়ে টানা পাঁচ সিরিজ ধরে অ্যাশেজ ধরে রাখল অস্ট্রেলিয়া। এর মধ্যে তিনটি তারা জিতেছে, দুটি হয়েছে ড্র। ইংল্যান্ড সবশেষ অ্যাশেজ জিতেছে ঘরের মাঠে ২০১৫ সালে।

৩-০ হয়ে যাওয়ার পর এবার অস্ট্রেলিয়ার অভিযান ৫-০ করার। ঐতিহ্যবাহী বক্সিং ডে টেস্ট মেলবোর্নে শুরু আগামী শুক্রবার।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৩৭১

ইংল্যান্ড ১ম ইনিংস: ২৮৬

অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ৩৪৯

ইংল্যান্ড ২য় ইনিংস: ৩৫২ অস্ট্রেলিয়ার হয়ে স্টার্ক ৩টি, কামিন্স ৩টি, লায়ন ৩টি নেন।

ম্যান অব দা ম্যাচ হয়েছেন অ্যালেক্স কেয়ারি।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande