
লন্ডন, ২১ ডিসেম্বর(হি.স.): ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে এভারটনকে ১-০ গোলে হারিয়েছে মিকেল আর্তেতার দল আর্সোনাল। এই জয়ে ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলল আর্সেনাল।
২৭ মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। সফল স্পট কিকে জাল খুঁজে নেন সুইডিস স্ট্রাইকার ইয়োকেরেস।
১৭ ম্যাচে ১২ জয় ও তিন ড্রয়ে আর্তেতার দলের পয়েন্ট ৩৯। সমান ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে সিটি। এদিনই ওয়েস্ট হ্যাম ইউনাইটেডতে ৩-০ গোলে হারিয়ে কিছুক্ষণের জন্য শীর্ষে উঠেছিল পেপ গুয়ার্দিওলার দল।
গত আসরে দুইবারই আর্সেনালের বিপক্ষে ড্র করা এভারটন এবার প্রথমার্ধে গোলের জন্য কোনও
শটই নিতে পারেনি। আর্সেনাল ছয়টি শট নিলেও লক্ষ্যে রাখতে পারে কেবল একটি।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি