
সান্তিয়াগো, ২১ ডিসেম্বর (হি.স.):
সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার রাতে লা লিগার ম্যাচটি ২-০ গোলে জিতেছে শাবি আলোন্সোর দল সেভিয়ার বিরুদ্ধে। দ্বিতীয়ার্ধে অনেকটা সময় ১০ জন নিয়ে খেলেছে সেভিয়া।
স্পট কিকে জালের দেখা পেয়ে ক্রিস্তিয়ানো রোনাল্ডের রেকর্ড স্পর্শ করলেন কিলিয়ান এমবাপে। আর সেভিয়াকে হারিয়ে বার্সিলোনার সঙ্গে ব্যবধান কমাল রিয়াল। আরেকটি গোল করেন বেলিংহ্যাম।
ঘরের মাঠে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দুই হারের পর জয়ের দেখা পেল রিয়াল। লিগে সবশেষ সাত ম্যাচে তাদের এটা তৃতীয় জয়। বছরের শেষটা জয় দিয়ে করতে পারল তারা।
১৮ ম্যাচে ১৩ জয় ও ৩ ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে গতবারের চ্যাম্পিয়ন বার্সিলোনা।
১৭ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে সেভিয়া।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি