
মরক্কো, ২১ ডিসেম্বর (হি.স.) রবিবার আফ্রিকা নেশন্স কাপ শুরু। শুরুর আগের দিন শনিবার হলো বড় ঘোষণা। পরবর্তী সময়ে আফ্রিকা কাপ অব নেশন্স আয়োজন করা হবে চার বছর অন্তর। উল্লেখ্য, এখন প্রতি দুই বছর পরপর আয়োজন করা হয় আফ্রিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই।
মরক্কোয় কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ) শনিবার নির্বাহী কমিটির এক সভা শেষে এই ঘোষণা করে।
২০২৭ সালে কেনিয়া, তানজানিয়া ও উগান্ডায় হবে পরের আসর। ২০২৮ সালে হবে আরেকটি আসর। এরপর থেকে প্রতি চার বছর পরপর হবে টুর্নামেন্টটি। রবিবার ৩৫তম আসরের উদ্বোধনী ম্যাচে কমোরোসের মুখোমুখি হবে স্বাগতিক মরক্কো।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি