
কলকাতা, ২১ ডিসেম্বর (হি.স.): মাস তিনেক আগে অনুষ্ঠিত হয়েছিল ২০২৫ এশিয়া কাপের ফাইনাল। যেখানে পাকিস্তানকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল। দেশ দুটির মাঝে রাজনৈতিক বিবাদের জেরে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নাকভির কাছ থেকে এশিয়া কাপ ট্রফি নেয়নি সূর্য কুমারের ভারত। সেই ট্রফি হাতে পাওয়া নিয়ে এখনও চলছে অনেক বাকবিতন্ডা। এরই মাঝে রবিবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে দুই দেশ মুখোমুখি হতে যাচ্ছে।
শুক্রবার অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের পৃথক দুই সেমিফাইনালে জিতেছে ভারত ও পাকিস্তান। বাংলাদেশকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। আর একই ব্যবধানে ভারত হারিয়েছে শ্রীলঙ্কাকে।
আইসিসি একাডেমি মাঠে ভারত-পাকিস্তান যুব এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে।
অনূর্ধ্ব-১৯ এশিয়া যুব কাপে দুই দলের মধ্যে এখন পর্যন্ত ৩১ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ভারত ২০ বার ও পাকিস্তান ১১ বার জিতেছে।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি