উলভারহ‍্যাম্পটন শনিবার ২-০ গোলে হারলো
লন্ডন, ২১ ডিসেম্বর (হি.স.) : ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার ২-০ গোলে হেরেছে উলভারহ‍্যাম্পটন। তাদের একরাশ হতাশায় ডুবিয়ে চলতি মরসুমে প্রতিপক্ষের মাঠে নিজেদের কেবল দ্বিতীয় জয় পেয়েছে ব্রেন্টফোর্ড। মরসুমের শুরু থেকে সবচেয়ে বেশি টানা ১৭ ম‍্যাচে জয়শূন‍্
টানা ১৭ ম‍্যাচে জয় নেই, উলভারহ‍্যাম্পটনের অনাকাঙ্ক্ষিত রেকর্ড


লন্ডন, ২১ ডিসেম্বর (হি.স.) :

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার ২-০ গোলে হেরেছে উলভারহ‍্যাম্পটন। তাদের একরাশ হতাশায় ডুবিয়ে চলতি মরসুমে প্রতিপক্ষের মাঠে নিজেদের কেবল দ্বিতীয় জয় পেয়েছে ব্রেন্টফোর্ড।

মরসুমের শুরু থেকে সবচেয়ে বেশি টানা ১৭ ম‍্যাচে জয়শূন‍্য থাকার রেকর্ড স্পর্শ করেছে উলভারহ‍্যাম্পটন।

এক মরসুমে টানা ১০ বা এর বেশি ম‍্যাচ হারা চতুর্থ দল উলভারহ‍্যাম্পটন। জিততে না পারায় মরসুমের শুরু থেকে টানা সবচেয়ে বেশি ম‍্যাচ জয়শূন‍্য থাকার অনাকাঙ্খিত রেকর্ড স্পর্শ করল তারা। ২০২০-২১ মরসুমে ওই রেকর্ড গড়েছিল শেফিল্ড ইউনাইটেড।

গত ২৬ এপ্রিলের পর আর শীর্ষ লিগে কোনও জয়ের দেখা পায়নি

উলভারহ‍্যাম্পটন।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande