
মুম্বই, ২১ ডিসেম্বর (হি. স.) : বাংলা অপরাজেয়। কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে বাংলা দল। মেয়েদের অনূর্ধ্ব ১৯ একদিনের খেলায় দারুণ জয়। নাগাল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে এই মুহূর্তে বাংলা - একটানা পাঁচটি খেলায় জিতল। অর্থাৎ অপরাজিত থেকে মেয়েদের অনূর্ধ্ব - ১৯ ওয়ান ডে ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলা। ক্রিকেট আ্যসোসিয়েশন অফ বেঙ্গল এর তরফেও এদিন জানানো হয়েছে যে, মেয়েদের অনূর্ধ্ব - ১৯ ওয়ান ডে ট্রফি এলিটের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে অপরাজেয় বাংলা।
চলতি টুর্নামেন্টে টানা পাঁচটি ম্যাচ জিতে, এলিট গ্রুপ বি - র শীর্ষে থেকে অনায়াস জয়। রবিবার মুম্বইয়ের কান্দিভেলির সচিন তেন্ডুলকর জিমখানা মাঠে বাংলা ৭ উইকেটে নাগাল্যান্ড হারিয়ে দিল বাংলার মেয়েরা।
উল্লেখ্য, নাগাল্যান্ড টসে জিতে ব্যাটিং করতে নেমে ৪৯ ওভারে ৮৯ রানে দলের সকলে আউট হয়ে যায়। ভেথোলু নাইয়েখা ২১ রান করে। দিয়া নন্দী তিনটি ও চন্দ্রিমা বিশ্বাস ২টি উইকেট নেন। কোয়েল সরকার ও প্রিয়াঙ্কা গোলদার একটি করে উইকেট দখল করে।
এর জবাবে ১৫.১ ওভারে তিন উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তোলে বাংলা। আদ্রিজা সরকার ৩৩ বলে ৩৯ রান ও দিয়া নন্দী ১১ বলে ৯ রানে অপরাজিত। অধিনায়ক ঈপ্সিতা মণ্ডল ৪, প্রতিভা মান্ডি ১৭ রান ও শিবাংশী তিন রান করে। ভেথোলু নেয় ২ উইকেট।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত