
ম্যানচেস্টার, ২১ ডিসেম্বর (হি.স.) :
এরলিং হালান্ড দুটি গোল করে ম্যানচেস্টার সিটির হয়ে তাঁর প্রিমিয়ার লিগের গোলসংখ্যা ১০৪-এ পৌঁছে দেন, যা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সংখ্যাকে ছাড়িয়ে যায়, যিনি ক্লাবের সঙ্গে তাঁর দুই মেয়াদে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১০৩ গোল করেছিলেন।
তবে, হালান্ড অর্ধেকেরও কম সময়ের মধ্যে রোনাল্ডোর গোলসংখ্যা উতরে যান, কারণ ম্যান সিটির হয়ে মাত্র ১০৩টি ম্যাচে তিনি ১০৪টি গোল করেন, যেখানে রোনাল্ডোর ২৩৬টি ম্যাচে ১০৩টি গোল করেছিলেন।
নরওয়েজিয়ানদের জোড়া গোলে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়ে ১৭ খেলা শেষে ৩৭ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি