
লন্ডন, ২২ ডিসেম্বর(হি.স.): ইংলিশ প্রিমিয়ার লিগে রবিবার ঘরের মাঠে ২-১ গোলে জিতেছে ভিলা ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে । সব প্রতিযোগিতা মিলিয়ে উনাই এমেরির দলের এটি টানা দশম জয়।
এর ফলে ৩৫ বছর পর প্রথমবার ইংল্যান্ডের শীর্ষ লিগে টানা সাত জয় পেল তারা।
এ দিনের ম্যাচে জোড়া গোল করেছেন ভিলার মর্গ্যান রজার্স। আর ইউনাইটেডের হয়ে এক মাত্র গোলটি করেন মাথেউস কুইয়া।
১৭ ম্যাচে ১১ জয় ও তিন ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে ভিলা। এক পয়েন্ট বেশি নিয়ে দুই নম্বরে ম্যানচেস্টার সিটি। ৩৯ পয়েন্ট নিয়ে চূড়ায় আর্সেনাল।
২৬ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে ইউনাইটেড।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি