
মাউন্ট মাউঙ্গানুই, ২২ ডিসেম্বর(হি.স.): সোমবার মাউন্ট মাউঙ্গানুইতে তৃতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৩২৩ রানে হারিয়ে নিউ জিল্যান্ড ২-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করে, জ্যাকব ডাফির পাঁচ উইকেট শিকার নিউ জিল্যান্ডকে জয় পেতে সাহায্য করেছে ।
স্বাগতিক দল ৪৬২ রানের লক্ষ্য নির্ধারণ করে এবং সফরকারী দলকে ১৩৮ রানে অলআউট করে।
ডাফি ৪২ রানে পাঁচটি উইকেট নেন, তাদের সঙ্গে ছিলেন আজাজ প্যাটেল, যিনি ২৩ রানে তিনটি উইকেট নেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওপেনার ব্র্যান্ডন কিং সর্বোচ্চ ৬৭ রান করেন।
নিউ জিল্যান্ডের ডেভন কনওয়ে দুই ইনিংসে ২২৭ এবং ১০০ রান করেন, যেখানে অধিনায়ক টম ল্যাথাম ১৩৭ এবং ১০১ রান করেন - প্রথম শ্রেণীর ক্রিকেট ইতিহাসে একই ম্যাচে জোড়া সেঞ্চুরি করা প্রথম উদ্বোধনী জুটি - যা ব্ল্যাক ক্যাপসদের জয় নিশ্চিত করতে সাহায্য করে।
ক্রাইস্টচার্চে ড্র দিয়ে সিরিজ শুরু হয়েছিল, এরপর ওয়েলিংটনে দ্বিতীয় টেস্টে নিউ জিল্যান্ড জিতেছিল ।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি