
লখনউ, ২৫ ডিসেম্বর (হি.স.): প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ১০১-তম জন্মবার্ষিকীতে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্র প্রেরণা স্থল উদ্বোধন করলেন। লখনউয়ের গোমতী নদীর তীরে হরদই রোডে রাষ্ট্র প্রেরণা স্থল নির্মিত হয়েছে| এই প্রাঙ্গণে ডঃ শ্যামা প্রসাদ মুখার্জি, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এবং অটল বিহারী বাজপেয়ীর ৬৫ ফুট উঁচু ব্রোঞ্জের মূর্তি স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী তথা লখনউয়ের সাংসদ রাজনাথ সিং, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী ও উত্তর প্রদেশ বিজেপি সভাপতি পঙ্কজ চৌধুরী, উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য, ব্রজেশ পাঠক এবং উত্তর প্রদেশ সরকারের অন্যান্য মন্ত্রী ও নেতারা। এটি প্রায় ২৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়| ৬৫ একর এলাকা জুড়ে বিস্তৃত এই প্রাঙ্গণ। এখানে ৯৮ হাজার বর্গফুট জুড়ে একটি পদ্ম আকৃতির অত্যাধুনিক সংগ্রহশালাও গড়ে তোলা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ