মেলবোর্ন টেস্ট: ইংল্যান্ডকে ১১০ রানে অল আউট করে ৪২ রানের লিড নিল অস্ট্রেলিয়া
মেলবোর্ন, ২৬ ডিসেম্বর (হি.স.) : অস্ট্রেলিয়াকে ১৫২ রানে অল আউট করে মেলবোর্ন টেস্টে দারুণ একটা শুরু পেয়েছিল ইংল্যান্ড। শেষ পর্যন্ত তারাও ভাল শুরুটা করতে পারল না। অস্ট্রেলিয়ার বোলারদের দাপটে ১১০ রানেই শেষ হয়ে গেল ইংল্যান্ডের ইনিংস। প্রথম ইনিংসে অষ্ট
মেলবোর্ন টেস্ট:  ইংল্যান্ডকে ১১০ রানে অল আউট করে ৪২ রানের লিড নিল অস্ট্রেলিয়া


মেলবোর্ন, ২৬ ডিসেম্বর (হি.স.) : অস্ট্রেলিয়াকে ১৫২ রানে অল আউট করে মেলবোর্ন টেস্টে দারুণ একটা শুরু পেয়েছিল ইংল্যান্ড। শেষ পর্যন্ত তারাও ভাল শুরুটা করতে পারল না। অস্ট্রেলিয়ার বোলারদের দাপটে ১১০ রানেই শেষ হয়ে গেল ইংল্যান্ডের ইনিংস। প্রথম ইনিংসে অষ্ট্রেলিয়া ৪২ রানে লিড পেল।

ইংল্যান্ডের ব্যাটিং ধসের মূলে ছিলেন মাইকেল নেসার এবং স্কট বোল্যান্ড। দুইজনে মিলে নিয়েছেন ইংল্যান্ডের ৭ উইকেট। যেখানে নেসার ৪টি এবং বোল্যান্ড তিনটি উইকেট পান। এছাড়াও, মিচেল স্টার্ক দুইটি এবং ইংল্যান্ডেরশেষ উইকেটটি তুলে নেন গ্রিন।

আর ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেন হ্যারি ব্রুক। তাঁর ব্যাট থেকে এসেছে ৪১ রান।

এর আগে জশ টংয়ের বোলিং তোপে ১৫২-তে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। টং পান ৫ উইকেট। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেছেন নেসার।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande