শুক্রবার দেশীয় বাজারে বাড়লো রুপোর দর
মুম্বই, ২৬ ডিসেম্বর (হি.স.) : দেশীয় বাজারে শুক্রবার বাড়লো রুপোর দর। শুক্রবার দেশীয় বাজারে প্রতি কেজি রুপোর দাম ২,৩৩,৯০০ টাকা থেকে শুরু করে ২,৪৫,১০০ টাকা পর্যন্ত লেনদেন হচ্ছে। এদিকে, শুক্রবার দিল্লিতে প্রতি কেজিতে রুপোর দাম বেড়ে হয়েছে ২,৩৪,১০০ টাকা।
বৃহস্পতিবার দেশীয় বাজারে বাড়লো রুপোর দর


মুম্বই, ২৬ ডিসেম্বর (হি.স.) : দেশীয় বাজারে শুক্রবার বাড়লো রুপোর দর। শুক্রবার দেশীয় বাজারে প্রতি কেজি রুপোর দাম ২,৩৩,৯০০ টাকা থেকে শুরু করে ২,৪৫,১০০ টাকা পর্যন্ত লেনদেন হচ্ছে। এদিকে, শুক্রবার দিল্লিতে প্রতি কেজিতে রুপোর দাম বেড়ে হয়েছে ২,৩৪,১০০ টাকা। একইভাবে, মুম্বই, আহমেদাবাদ এবং কলকাতায় রুপোর দাম ২,৩৩,৯০০ টাকায় লেনদেন হচ্ছে। জয়পুর, সুরাট এবং পুণেতে, প্রতি কেজি রুপো ২,৩৪,২০০ টাকায় লেনদেন হচ্ছে। এদিকে, বেঙ্গালুরুতে প্রতি কেজিতে রুপোর দাম ২,৩৪,৪০০ টাকা এবং পাটনা ও ভুবনেশ্বরে প্রতি কেজি ২,৩৪,০০০ টাকায় লেনদেন হচ্ছে। চেন্নাই এবং হায়দরাবাদে শুক্রবার রুপোর দর ২৪৪,১০০ লক্ষে পৌঁছেছে। দেশে রুপোর দর চেন্নাইতে সর্বোচ্চ রয়ে গেছে, যেখানে প্রতি কিলোগ্রামে ২,৪৫,১০০ এ লেনদেন হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande