
রাজকোট, ২৬ ডিসেম্বর (হি. স.): বাংলা পরাজিত, বরোদার জয়। অনূর্ধ্ব - ১৬, বিজয় হাজারে ট্রফিতে বাংলা টসে হেরে যায়। শুক্রবার বরোদা ফিল্ডিং বেছে নেয়। এদিন রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে এরপর প্রথম ব্যাটিংয়ে বাংলার দলগত স্কোর - ২০৫ রান। ৩৮.৩ ওভারে দলের সকলে আউট হয়েছে।
এদিকে, জয়ের জন্য বরোদা - র সামনে ২০৬ রানের লক্ষ্যমাত্রা রাখে এদিন বাংলা দল।
অন্যদিকে, এর জবাবে বরোদা - ৬/২০৯ রান সংগ্রহ করে। ৪ উইকেটে জয়ী হয়েছে। ৩৮.৫ ওভারে ৬৭ বল বাকি থাকতেই জিততে প্রয়োজনীয় রান তুলে নিয়েছে। উল্লেখ্য, বাংলা একাদশে - অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক) সুদীপ কুমার ঘরামি, অভিষেক পোড়েল, শাহবাজ আহমেদ, অনুষ্টুপ মজুমদার, সুমন্ত গুপ্ত, আমীর গনি, করণ লাল, আকাশদীপ, মহম্মদ শামি ও মুকেশ কুমার।
প্রসঙ্গত, অনূর্ধ্ব - ১৬, এলিট গ্রুপ বি - তে বাংলার পরবর্তী খেলা সোমবার।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত