
বেঙ্গালুরু, ২৬ ডিসেম্বর(হি.স.): শুক্রবার বেঙ্গালুরুর আলুর ক্রিকেট স্টেডিয়ামে সার্ভিসেসের বিরুদ্ধে এলিট পর্বের ম্যাচে ওড়িশার পেসার রাজেশ মোহান্তি হ্যাটট্রিক করলেন। ওড়িশা টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর সপ্তম ওভারে ২৫ বছর বয়সী এই খেলোয়াড় তার ৩৯তম লিস্ট এ খেলায় ওপেনার সাগর দাহিয়াকে আউট করে স্ট্রাইক করেন। এরপর তিনি অমিত শুক্লা এবং রবি চৌহানকে লেগ-বিফোরের ফাঁদে ফেলে হ্যাটট্রিক পূর্ণ করেন এবং সার্ভিসেসের রান ৩ উইকেটে ২১ রান হয়। লিস্ট এ ক্রিকেটে ওড়িশার প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিক করেন মোহান্তি।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি